সোমবার (০৮ এপ্রিল) বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে গোলটেবিল বৈঠকে এ দাবি করেন সংগঠনের নেতাকর্মীরা।
‘নগর ব্যবস্থাপনায় হকারদের কর্মসংস্থানের নিশ্চয়তা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন- বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাসদের সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্য শিরিন আকতার, কেন্দ্রীয় খেলাঘরের সাবেক সভাপতি ডা. লেনিন চৌধুরী, তেল গ্যাস বিদুৎ ও বন্দর রক্ষা কমিটির সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা প্রমুখ।
বৈঠকে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বাংলাদেশের সমাজ আজ দুই ভাগে বিভক্ত। দেশের ভেতরে আজ আরেক দেশ হয়েছে। যার এক শতাংশ লুটেরাদের সমাজ, বাকি ৯৯ শতাংশ শোষিত-বঞ্চিতদের সমাজ। তেমনি বাজারও আজ দুইভাগে বিভক্ত। একটি বড়লোকদের মার্কেট, আরেকটি গরীবদের বা হকারদের মার্কেট। রাস্তার পাশের হকারদের কাছ থেকে প্রায় এক কোটি মানুষ কেনাকাটা করেন। এই এক কোটি মানুষের কেনাকাটার জন্য প্রায় চার লাখ হকারকে ভালোমতো ব্যবসা করার ব্যবস্থা করাতো সরকারের দায়িত্ব। আমি হকারদের যেকোনো আন্দোলন-সংগ্রামে অতীতেও ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।
শিরিন আকতার বলেন, সবার আগে আমাদের মনে রাখতে হবে হকাররাও মানুষ। তাদেরও অধিকার আছে। কিন্তু যখন তখন তাদের বিনা নোটিশে উচ্ছেদ করা হয়, ছুড়ে ফেলা হয়। তখন মনে হয় তারা মানুষ নয়, তেলাপোকা বা টিকটিকি জাতীয় প্রাণী। আগামী ২৪ তারিখ সংসদ বসবে। আমি আপনাদের কথা দিচ্ছি, প্রথম সপ্তাহেই আমি এই বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করবো।
সংগঠনটির সভাপতি আব্দুল হাশিম কবিরের সভাপতিত্বে বৈঠকের শুরুতে সূচনা বক্তব্য পাঠ করেন হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত।
পরিচালনা করেন কার্যকরী সভাপতি মুরশিকুল ইসলাম শিমুল।
বাংলাদেশের সময়: ২০১০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
আরকেআর/টিএ