ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

লৌহজংয়ে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৯
লৌহজংয়ে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত আছিয়া সৈয়াল। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ট্রাকচাপায় আছিয়া সৈয়াল (১৬) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) সকাল ১১টার দিকে নওপাড়া বাজার সংলগ্ন বেইলি ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। আছিয়া নওপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

সে একই গ্রামের আলমগীর সৈয়ালের মেয়ে।  

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বাংলানিউজকে জানান, সকালে স্কুলে যাচ্চিলো আছিয়া। পথে বেইলি ব্রিজের ওপর ইটবোঝাই একটি ট্রাক তাকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটির চালক দীন ইসলামকে (৪১) আটক করা হয়েছে।

এ ঘটনার পর শিক্ষার্থীরা রাস্তায় নেমে চালকের ফাঁসি চেয়ে স্লোগান ও মানববন্ধন করে। পরে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবিরুল ইসলাম ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।