সোমবার (৮ এপ্রিল) সকাল ১১টার দিকে নওপাড়া বাজার সংলগ্ন বেইলি ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। আছিয়া নওপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বাংলানিউজকে জানান, সকালে স্কুলে যাচ্চিলো আছিয়া। পথে বেইলি ব্রিজের ওপর ইটবোঝাই একটি ট্রাক তাকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটির চালক দীন ইসলামকে (৪১) আটক করা হয়েছে।
এ ঘটনার পর শিক্ষার্থীরা রাস্তায় নেমে চালকের ফাঁসি চেয়ে স্লোগান ও মানববন্ধন করে। পরে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবিরুল ইসলাম ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
এসআরএস