টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াড়া বাসস্ট্যান্ডে বালু ভর্তি ট্রাক থেকে অজ্ঞাতপরিচয় (৩২) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (০৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সাইদুল হক বাংলানিউজকে জানান, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহসড়কের চার লেন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান মিরা আক্তার লিমিটেডের একটি ট্রাক শেরপুর থেকে বালু নিয়ে দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়ায় শ্রমিক দিয়ে আনলোড করছিল।
এ সময় বালুর নিচে শ্রমিকরা অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।