ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

স্রোতবিহীন নদী সড়ক!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৩ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৯
স্রোতবিহীন নদী সড়ক!

আশুলিয়া (ঢাকা): সড়কের ওপর হাঁটু পানি। এ সড়কে বাস, ট্রাকের চাকার ধাক্কায় সৃষ্ট পানির ঢেউ দেখে বোঝার উপাই নেই নদী না সড়ক। বলছিলাম আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের আশুলিয়ার জামগড়া থেকে বগাবাড়ী বাসস্ট্যান্ডের সড়কের কথা।

সোমবার (০৮ এপ্রিল) সন্ধ্যায় ঘণ্টাখানেকর বৃষ্টিতে মহাসড়কটি যেন নদীতে  পরিণত হয়। জলাবদ্ধাতার সৃষ্টি হয়ে প্রায় আড়াই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে, রাস্তার পাশের গর্ত দেখতে না পেয়ে হেলে পড়েছে পিকআপ ভ্যান।

পানিতে হেঁটে চলা শ্রমিকদের ছবি তুলতে গেলে ক্ষোভে তারা বলে ওঠেন, ‘রাস্তা না ঠিক করে শুধু ছবি তুলতে আসেন। আমাদের কষ্ট কেউ দেখে না।  আমাদের বাসায় পানি উঠেছে সেখানে গিয়ে ছবি উঠান। ’.

সড়কে হাঁটু সমান পানি।  ছবি: বাংলানিউজ

শাকিলা বেগম নামে এক নারী পোশাক শ্রমিক বাংলানিউজকে বলেন, একটু বৃষ্টি হলেই এ রাস্তায় পানি ওঠে। আর এই ময়লা পানির ভেতর দিয়েই আমাদের সকাল-সন্ধ্যা যাতায়াত করতে হয়। অফিস যাওয়ার সময় আমাদের কাপড় ভিজে যায় আর এই ভেজা কাপড় নিয়েই আমাদের কাজ করতে হয়।  

বিনিময় পরিবহনের চালক সামছুল বাংলানিউজকে বলেন, বৃষ্টি হলে আমাদের গাড়ি চালাতে সমস্যা হয়। একটু বৃষ্টিতেই এ রাস্তায় পানি উঠে যায়। তাছাড়া রাস্তা ভাঙা। তাই গাড়ি ধীর গতিতে গাড়ি চালাতে হয়।
 
রাস্তা পাশে দোকান মালিক সোলাইমান ইসলাম বাংলানিউজকে বলেন, বৃষ্টি হলেই দোকানের সামনে পর্যন্ত পানি চলে আসে। কখনো কখনো দোকানের ভেতরে পানি চলে আসে।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।