সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার গুলশানে তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শেখ আব্দুল আজিজের ভাগ্নে সাবেক জেলা ও দায়রা জজ বেলায়েত হোসেন মৃত্যুর তথ্য বাংলানিউজকে জানিয়েছেন।
শেখ আব্দুল আজিজ ১৯২৯ সালে মোরেলগঞ্জ উপজেলার তেলীগাতি ইউনিয়নের তেলিগাতি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও এলএলবি পাস করেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের প্রবাসী সরকারের ৯ নম্বর সেক্টরের লিয়াজো অফিসার ছিলেন। পরে দেশ স্বাধীন হওয়ার পর তিনি বঙ্গবন্ধুর মন্ত্রিসভার কৃষি, তথ্য এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন। এছাড়াও তিনি স্বাধীনতা ঘোষণা কমিটির আহ্বায়কও ছিলেন। বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনী বইতে একাধিক জায়গায় শেখ আব্দুল আজিজের কথা উল্লেখ করেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন এবং সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু।
বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
এসএইচ