সোমবার (৮ এপ্রিল) রাত ৮টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পৌর শহর কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন পার্বতীপুর উপজেলার সাকোয়াপাড়া গ্রামের বাসিন্দা ও আহত হাসান একই এলাকার সাইফুল ইসলামের ছেলে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, বিরামপুর শহর থেকে যাওয়ার পথে কলেজ বাজার এলাকায় পেছন দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও অপর একজন আহত হন। ঘাতক ট্রাকটি স্থানীয়রা আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
এসএইচ