সোমবার (৮ এপ্রিল) বিকেলে টেকনাফের হোয়াইক্যং বাজার চত্বরে জেলা ও হোয়াইক্যং কমিউনিটি পুলিশের উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, সরকার এখন মাদক, জঙ্গিবাদ, দুর্নীতি ও সন্ত্রাসী কার্যকলাপে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
জনপ্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং পুলিশের কেউ মাদকে জড়িত থাকলেও তাদেরও ছাড় নেই। অন্যান্য ইয়াবা ব্যবসায়ীদের মতো তাদেরও কোমরে রশি বেঁধে টেনে টেনে থানায় নিয়ে যাওয়া হবে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসেন।
তিনি শপথ করে বলেন, আমরা মাদক নির্মূল করতে কক্সবাজার এসেছি। যে কোনো মূল্যেই টেকনাফসহ পুরো জেলা মাদকমুক্ত করে ছাড়বো, ইনশাল্লাহ।
সভায় অন্যান্যের মধ্যে টেকনাফ মডেল থানার ওসি-তদন্ত এবিএমএস দোহা, ইউএনডিপির প্রতিনিধি খালেদ হোসেন, টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি নুরুল হুদা, হোয়াইক্যং কমিউনিটি পুলিশের সভাপতি হারুনর রশিদ সিকদার, হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, হোয়াইক্যং কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, নয়াবাজার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় সাংবাদিক নুরতাজুল মোস্তফা শাহীন শাহ।
অনুষ্ঠানে পুলিশের কর্মকর্তা-সদস্যরা, কমিউনিটি পুলিশ, রাজনৈতিক নেতারাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
এসবি/এসএইচ