ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

‘ইয়াবার সঙ্গে জড়িত জনপ্রতিনিধিদেরও ছাড় নয়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৯
‘ইয়াবার সঙ্গে জড়িত জনপ্রতিনিধিদেরও ছাড় নয়’ টেকনাফে মাদক বিরোধী সমাবেশ

কক্সবাজার: সচেতন মহল স্বোচ্ছার হলে এবং আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে সঠিক তথ্য দিলে টেকনাফকে মাদকমুক্ত করা সম্ভব বলে মনে করেন কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

সোমবার (৮ এপ্রিল) বিকেলে টেকনাফের হোয়াইক্যং বাজার চত্বরে জেলা ও হোয়াইক্যং কমিউনিটি পুলিশের উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, সরকার এখন মাদক, জঙ্গিবাদ, দুর্নীতি ও সন্ত্রাসী কার্যকলাপে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণের সুযোগ দেওয়া হচ্ছে। আত্মসমর্পণ না করলে দেশ ছাড়তে হবে। নতুবা শেষ পরিণতির জন্য প্রস্তুত হবে হবে।  

জনপ্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং পুলিশের কেউ মাদকে জড়িত থাকলেও তাদেরও ছাড় নেই। অন্যান্য ইয়াবা ব্যবসায়ীদের মতো তাদেরও কোমরে রশি বেঁধে টেনে টেনে থানায় নিয়ে যাওয়া হবে।  

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসেন।

তিনি শপথ করে বলেন, আমরা মাদক নির্মূল করতে কক্সবাজার এসেছি। যে কোনো মূল্যেই টেকনাফসহ পুরো জেলা মাদকমুক্ত করে ছাড়বো, ইনশাল্লাহ।

সভায় অন্যান্যের মধ্যে টেকনাফ মডেল থানার ওসি-তদন্ত এবিএমএস দোহা, ইউএনডিপির প্রতিনিধি খালেদ হোসেন, টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি নুরুল হুদা, হোয়াইক্যং কমিউনিটি পুলিশের সভাপতি হারুনর রশিদ সিকদার, হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, হোয়াইক্যং কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, নয়াবাজার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী বক্তব্য রাখেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় সাংবাদিক নুরতাজুল মোস্তফা শাহীন শাহ।

অনুষ্ঠানে পুলিশের কর্মকর্তা-সদস্যরা, কমিউনিটি পুলিশ, রাজনৈতিক নেতারাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
এসবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।