ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে দুর্বৃত্তদের হামলায় এক শ্রমিকের মৃত্যু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৯
সাভারে দুর্বৃত্তদের হামলায় এক শ্রমিকের মৃত্যু

সাভার (ঢাকা): সাভারে তেঁতুলঝোড়া এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে আবুল কাশেম নামে (২২) এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (০৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের পদ্মারমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাশেম রংপুর জেলার পীরগঞ্জ থানার বড়ভগবানপুর গ্রামের শহিদুল হোসেনের ছেলে।

তিনি তেঁতুলঝোড়ার হরিণধরা এলাকায় ভাড়া বাড়িতে থেকে পদ্মা টিউব ক্যান কারখানায় কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রাতে তেঁতুলঝোড়ার পদ্মারমোড় এলাকার কারখানা ছুটি হওয়ার পর বের হলে আবুল কাশেমকে থরে মারধর করে কয়েকজন দুর্বৃত্ত। পরে তাকে গুরুতর আহত অবস্থায় কারখানার শ্রমিকরা উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কি কারণে তার উপর হামলা করা হয়েছে বা কারা হামলা করেছে এ ব্যাপারে এখনো কিছু বলা যাচ্ছে না। তবে কারখানার সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে মূল ঘটনা নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশে সময়: ০২১০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।