ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় চরমপন্থীদের হামলায় পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৯
বগুড়ায় চরমপন্থীদের হামলায় পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় চরমপন্থীদের সশস্ত্র হামলায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নান্নু মিয়া (৪২) গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বুলবুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, সোমবার (৮ এপ্রিল) দিনগত রাত পৌনে ১২ টার দিকে সিএনজিচালিত অটোরিকশাযোগে এএসআই নান্নু মিয়ার নেতৃত্বে দুই সদস্যের একটি টহলদল প্রতিদিনের ন্যায় উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর বাজার এলাকায় টহল দিচ্ছিলেন।

এসময় তাদের টহল গাড়িটি ভবানীপুর মন্দির লাগোয়া রাস্তা হয়ে বাজারের দিকে যাচ্ছিলো। ঠিক সেই সময় চরমপন্থীরা বাজার এলাকায় পোস্টারিং করছিলো।  

এসময় পুলিশ সদস্যদের সন্দেহ হলে তাদের চ্যালেঞ্জ করলে গুলি ছোঁড়ে চরমপন্থীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। তবে চরমপন্থীদের গুলিতে এএসআই নান্নু মিয়া ডান হাঁটুতে গুলিবিদ্ধ হলেও সিএনজি অটোরিকশাচালক ও অপর দুই পুলিশ সদস্য অক্ষত রয়েছেন। চরমপন্থীদের কেউ আহত হয়েছেন কি-না তা জানাতে পারেননি পুলিশের এ কর্মকর্তা।

তিনি আরও জানান, আহতাবস্থায় এএসআই নান্নু মিয়াকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। এর পরে শজিমেক চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রাত ৩ টার দিকে তাকে ঢাকায় নেওয়া হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বাংলানিউজকে জানান, এএসআই নান্নু মিয়াকে বহনকারী অ্যাম্বুলেন্সটি এখনো ঢাকায় পৌঁছায়নি। তবে ঢাকার কাছাকাছি রয়েছে। তার নিরাপত্তায় প্রয়োজনীয় সংখ্যক পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্য সঙ্গে রয়েছেন।

মঙ্গলবার (০৯ এপ্রিল) পাবনায় চরমপন্থী দলের সদস্যদের আত্মসমর্পণ করার কথা রয়েছে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানা গেছে।

চরমপন্থীদের পক্ষ থেকে সাঁটানো ওইসব পোস্টারে লেখা ছিলো, ‘পাবনায় কয়েকটি বিপ্লবী সংগঠনের নামে রাষ্ট্রীয় চক্রান্তে ৬১৪ জন সদস্যের নাটকীয় আত্মসমর্পণকে প্রত্যাখ্যান করুন-মার্কসবাদ, লেনিনবাদ জিন্দাবাদ। ’

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
এমবিএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।