মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে শহরের টাউন ফুটবল মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বালুভর্তি একটি ট্রাককে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় আলমসাধুটি। এসময় আলমসাধুটির চালক সিটকে পড়ে ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আলমসাধুতে থাকা দুই যাত্রীর মধ্যে একজন আহত হয়েছেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মোহাম্মদ ফকরুল আলম খান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মিরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ঘাতক ট্রাকটির চালক পুলিশি হেফাজতে রয়েছেন।
বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
এসআরএস