মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। মরিয়ম ওই এলাকার মৃত আজিত খানের স্ত্রী।
নিহতের ভাতিজা (ভাইয়ের ছেলে) নাদের মোল্লা জানান, রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তার ফুফুকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বাংলানিউজকে বলেন, নিহতের পরিবারের সদস্যদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
এসআরএস