মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গোপালগঞ্জ-এর সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে জেলা শহরের বঙ্গবন্ধু সড়ক ও বেদগ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়।
এ সময় শহরের বঙ্গবন্ধু সড়কের সাতক্ষীরা ঘোষ ডেয়ারিকে দই ওজনে কম দেয়ায় ৮ হাজার টাকা এবং বেদগ্রাম এলাকার মেসার্স সুরভিত স্টোরকে লাইসেন্স বিহীন গ্যাস সিলিন্ডার রাখার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গোপালগঞ্জ-এর সহকারী পরিচালক শামীম হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, জনস্বার্থে নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে।
এ সময় জেলা বাজার কর্মকর্তা মো. আরিফ হোসেন তার সঙ্গে ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬০৫, এপ্রিল ০৯, ২০১৯
আরএ