দীর্ঘ ৯ ঘণ্টা চেষ্টার পর মঙ্গলবার (৯ এপ্রিল) কারখানার আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। বিকেলে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটির সোশ্যাল কাউন্সিলর সোহেল মিয়া বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার রাত ৯টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ শুরু করে। পরে শহরের চৌয়ারা বাজার, কুমিল্লা ফায়ার সার্ভিস ও চৌদ্দগ্রাম থেকে আরও ১২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার কর্মীদের দীর্ঘ ৯ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে সোমবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা ইপিজেডের আরএন স্পিনিং মিলসে আগুন লাগে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
ওএইচ/