মঙ্গলবার (৯ এপ্রিল) ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘লিডারশিপ ডেভেলপমেন্ট অ্যান্ড ফিন্যান্সিয়াল ইনক্লুশন ইন এ ডিজিটাল ইরা’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারে বাংলাদেশের অর্থনীতিতে কৃষক ও শ্রমজীবীদের অবদান সম্পর্কে ড. আতিউর রহমান বলেন, অর্থনীতিতে বাংলাদেশের ভাগ্য বদলে দিচ্ছে কৃষকের সন্তানরা।
তিনি আরো বলেন, ১৯৭১ সালে দেশের মাথাপিছু আয় ছিল ৭৯ ডলার আজ ১৯০০ ডলার। আর ২০৪১ সালে ১৪ হাজার ডলার মাথাপিছু আয়ের স্বপ্ন দেখি। বিভিন্ন গবেষণায় প্রবৃদ্ধি বৃদ্ধির হারের দেশের তালিকায় বিশ্বের মধ্যে বাংলাদেশকে তৃতীয় অবস্থানে রাখছে। এ অবস্থান এ অর্থবছরেই প্রথম হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের মধ্যে সাফল্যের বুভুক্ষা থাকতে হবে। লেগে থাকো, হেরে যেয়ো না। যে তোমাকে কষ্ট দিয়েছে তার কথা মনে রেখো না, কষ্টটা মনে রেখো। এটাই তোমাকে তোমার স্বপ্ন ছুঁতে সাহায্য করবে।
আগামী দিনের যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষার্থীদের উদ্দেশে ড. আতিউর রহমান বলেন, একমাত্র নেতৃত্বই পারে দেশটাকে এগিয়ে নিতে। সব ক্ষেত্রেই সুনেতৃত্ব চাই। তোমার সমস্ত কাজ যদি কারো মনে আশা জাগায়, স্বপ্ন দেখায় তাহলেই তুমি নেতা। তোমাকে চ্যালেঞ্জের পুকুরে ছুড়ে ফেলে দিলে সেখান থেকে বের হয়ে আসতে হবে। তাহলেই যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে। ’
অর্থনীতি বিভাগের আয়োজনে বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনাতয়নে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাশিদ আসকারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপ উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।
স্বাগত বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. আব্দুল মুঈদ। মিথিলা ফারজানার সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
আরএ