ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

নুসরাতের মৃত্যুতে এমপি শিরিন আখতারের শোক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
নুসরাতের মৃত্যুতে এমপি শিরিন আখতারের শোক 

ফেনী: ফেনীর সোনাগাজী ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির মৃত‌্যুতে শোক  জানিয়েছেন ফেনী-১ আসনের সংসদ সদস‌্য (এমপি) ও জাসদের (ইনু) সাধারণ সম্পাদক শিরিন আখতার। 

বুধবার (১০ এপ্রিল)  এক শোক বার্তায় শিরিন আখতার বাংলানিউজকে জানান, নিহত রাফির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

তিনি বলেন, এ ঘটনায় জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি।

এতো খানি পুড়ে যাওয়ার পর মেয়েটির বেঁচে থাকাটাই অস্বাভাবিক ছিল। এটি নিছক দুর্ঘটনা নয়, সরাসরি হত্যাকাণ্ড। কোন ধরনের প্রভাব বিস্তার কিংবা সুযোগ কাজে লাগিয়ে এ ঘটনার আসামিরা যাতে কোনভাবেই পার না পেয়ে পায় সে বিষয়ে প্রশাসনকে সজাগ থাকতে হবে।  

এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে সারাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান শিরিন আখতার।

 

এর আগে বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি।

গত ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার কেন্দ্রে গেলে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় মুখোশধারী দুর্বৃত্তরা। এর আগে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে করা যৌন হয়রানির মামলা প্রত্যাহারের জন্য নুসরাতকে চাপ দেয় তারা।  

এই ছাত্রীর পরিবারের ভাষ্যে, ২৭ মার্চ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা তার কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানির চেষ্টা করেন। তারই জেরে মামলা করায় নুসরাতকে আগুনে পোড়ানো হয়। ওই মামলার পর সিরাজউদ্দৌলাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
এসএইচডি/আরআইএস/  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।