ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নবী হোসেন (৪৭) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) ভোর সোয়া ৫টার দিকে এ ‘বন্দুকযুদ্ধে’ ঘটনা ঘটে।
র্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী বাংলানিউজকে জানান, ভোরে ঢাকা উদ্যান এলাকায় পূর্বনির্ধারিত র্যাবের চেকপোস্ট চলছিল।
এ সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একদল অস্ত্রধারী র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছুঁড়লে মাদক সম্রাট নবী গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ঘোষণা করেন।
এ সময় ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গুলিসহ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ‘বন্দুকযুদ্ধে’ র্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলেও জানান কমান্ডার মহিউদ্দিন।
বাংলাদেশ সময়: ০৭৩৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
পিএম/আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।