বৃহস্পতিবার (১১ এপ্রিল) বেলা ১২টার দিকে জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এবিএম মাহমুদুল হক এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- একই মাদ্রাসার ছাত্র নূর আলম ও মাহবুব আলম।
আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২ নভেম্বর রাতে উপজেলার ধলাহার আলিয়া মাদ্রাসার আবাসিক ছাত্র নূরুন্নবী নিখোঁজ হয়। পরের দিন সকালে মাদ্রাসার পেছন থেকে তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ঘটনায় নূরন্নবীর বাবা ধলাহার গ্রামের বাসিন্দা আয়েজ উদ্দীন বাদী হয়ে ৩ নভেম্বর ওই দুইজনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে একই মাসের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে জনাকীর্ণ আদালত আসামিদের বিরুদ্ধে এ রায় দেন।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
এসআরএস