বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ১১টার দিকে ইউনিয়নে দিগরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আফসানা একই গ্রামের আমিরুল ইসলামের মেয়ে।
পরিবারের সদস্যরা জানায়, বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলতে গিয়ে সবার অজান্তে পানিতে পড়ে যায় আফসানা। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
এসআরএস