বৃহস্পতিবার (১১ এপ্রিল) বেলা ১২টা থেকে আট কিলোমিটার সড়কে উভয় পাশে এ যানজটর ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
সড়কে থেমে থাকা বেশ কয়েকজন পরিবহনে চালক ও যাত্রীরা বাংলানিউজকে বলেন, যানজটের কারণে নবীনগর-চন্দ্রা মহাসড়কটির বলিবদ্র বাজার থেকে বাইপাইল পৌঁছাতে তাদের প্রায় দেড়ঘণ্টা সময় লেগেছে।
এ ব্যাপারে বাইপাইল ট্রাফিক পুলিশ বক্সের দায়িত্বে থাকা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, ‘আমি এখন হাসপাতালে রয়েছি। তাই সড়কের খবর জানি না। আপনি অন্য অফিসারের সঙ্গে কথা বলুন। ’
পরে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেনের মোবাইল ফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বাংলাদেশে সময়: ১৫০৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
জিপি