বৃহস্পতিবার (১১ এপ্রিল) ভোরে তাকে গ্রেফতার করা হয়। মনোয়ার কৈয়ারবিলের পরান সিকদারপাড়ার মৃত জাবের আহম্মদের ছেলে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ফেরদৌস বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে কৈয়ারবিলের বাড়ি থেকে মনোয়ারকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী, দুপুরে লেমশীখালীর দরবার ঘাটসহ দু’টি আস্তানা থেকে চারটি দেশীয় তৈরি বন্দুক ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। অভিযান এখনো অব্যাহত রয়েছে।
তিনি জানান, মনোয়ার একজন ‘শীর্ষ সন্ত্রাসী’। তার বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ অন্তত এক ডজন মামলা রয়েছে। তার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।
২০১৭ সালে র্যাব তার বাড়িতে অভিযান চালিয়ে ১৯টি অস্ত্র ও ৬০০ এর বেশি গুলি উদ্ধার করেছে। এর আগে তাকে ধরতে একাধিকবার অভিযান চালানো হলেও বার বার আস্তানা পরিবর্তনের কারণে তাকে ধরা সম্ভব হয়নি বলে জানান ওসি দিদারুল ফেরদৌস।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
এসবি/আরবি/