বুধবার (১০ এপ্রিল) দিনগত রাতে সদর উপজেলার গোপালগঞ্জ কোম্পানির মোড়ে রুস্তম এন্টারপ্রাইজে এ দুর্ধর্ষ ডাকাতি ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুর ২টার দিকে কোতোয়ালি থানায় ওই দোকানের সত্ত্বাধিকারী রুস্তম আলী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ বাংলানিউজকে বলেন, বুধবার রাতে একটি ট্রাকে করে রুস্তম এন্টারপ্রাইজ থেকে শ্যালো মেশিন, পাওয়ার টিলার, ব্যাটারিচালিত অটোরিকশা, বৈদ্যুতিক মোটরসহ প্রায় দেড় কোটি টাকার বিভিন্ন মেশিনারিজ পণ্য নিয়ে গেছে ডাকাত দল। অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নৈশ্য প্রহরী সদর উপজেলার মহারাজপুরের (বাসিয়ামেলা) মৃত তৈয়ব আলীর ছেলে আব্দুল মান্নানকে (৫৫) আটক করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
জিপি