ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

তালা কেটে দেড় কোটির টাকার মালামাল লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
তালা কেটে দেড় কোটির টাকার মালামাল লুট

দিনাজপুর: দিনাজপুর শহরের একটি মেশিনারিজ দোকানে তালা কেটে প্রায় দেড় কোটি টাকার মালামাল লুট করে নিয়েছে ডাকাত দল। ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক নৈশ্য প্রহরীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ এপ্রিল) দিনগত রাতে সদর উপজেলার গোপালগঞ্জ কোম্পানির মোড়ে রুস্তম এন্টারপ্রাইজে এ দুর্ধর্ষ ডাকাতি ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুর ২টার দিকে কোতোয়ালি থানায় ওই দোকানের সত্ত্বাধিকারী রুস্তম আলী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ বাংলানিউজকে বলেন, বুধবার রাতে একটি ট্রাকে করে রুস্তম এন্টারপ্রাইজ থেকে শ্যালো মেশিন, পাওয়ার টিলার, ব্যাটারিচালিত অটোরিকশা, বৈদ্যুতিক মোটরসহ প্রায় দেড় কোটি টাকার বিভিন্ন মেশিনারিজ পণ্য নিয়ে গেছে ডাকাত দল। অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নৈশ্য প্রহরী সদর উপজেলার মহারাজপুরের (বাসিয়ামেলা) মৃত তৈয়ব আলীর ছেলে আব্দুল মান্নানকে (৫৫) আটক করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।