‘রাজশাহীবাসী’র ব্যানারে বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে মহানগরের সাহেব বাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সমাজে ঘটে যাওয়া খুন ও ধর্ষণের সঙ্গে জড়িততের শাস্তি নিশ্চিত করে সমাজে দৃষ্টান্ত স্থাপনের দাবি করে।
এসময় বক্তারা বলেন, দেশে বিরাজমান ধর্ষণ ও হত্যা আমাদের সবাইকে দুশ্চিন্তায় ফেলে দিচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন এই পশ্চাৎপদ মানুষগুলোর কারণে আমাদের সমাজ কলুষিত হয়ে পড়ছে। আমাদের শিশু সন্তানরা ভয়ে ঘরমুখো হয়ে পড়ছে।
গুটিকয়েক শিক্ষকদের এহেন কর্মকাণ্ডে সব শিক্ষকের প্রতি শিক্ষার্থীদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের আস্থা কমছে।
আর এ পরিস্থিতি থেকে উত্তোরণের জন্য সমাজের বিরাজমান এমন অসঙ্গতির সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এদিকে, একই প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মানববন্ধন করেছে।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
এসএস/আরবি/