বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিলোকুট গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রফিক ওই গ্রামের আবু তাহের চৌধুরীর ছেলে।
নিহত রফিকের চাচা লিটন বাংলানিউজকে জানান, দুপুরে রফিক গ্রামের জব্বার আলীর বাড়ির নারিকেল গাছ পরিষ্কার করার সময় নিচে পড়ে যান। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বাংলানিউজকে জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
এনটি