ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

শপথ নিলেন সিরাজগঞ্জের ৮ উপজেলার নবনির্বাচিতরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
শপথ নিলেন সিরাজগঞ্জের ৮ উপজেলার নবনির্বাচিতরা

সিরাজগঞ্জ: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের আট উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর রহমান।

জেলা প্রশাসক (ডিসি) কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে শপথগ্রহণ অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, অতিরিক্ত জেলা প্রশাসক ফিরোজ মাহমুদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

শপথ নেওয়া চেয়ারম্যানরা হলেন- কাজিপুরের খলিল সিরাজী, সদরের রিয়াজ উদ্দিন, উল্লাপাড়ার শফিকুল ইসলাম, রায়গঞ্জের ইমরুল হাসান তালুকদার ইমন, তাড়াশের মনিরুজ্জামান মনি, শাহজাদপুরের অধ্যক্ষ আজাদ রহমান, চৌহালীর ফারুক সরকার ও বেলকুচিতে নুরুল ইসলাম সাজেদুল।

প্রথম ধাপে ১০ মার্চ সিরাজগঞ্জের আটটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে চেয়ারম্যান পদে তিনটি উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। বাকি পাঁচটির মধ্যে তিনটিতে আওয়ামী লীগ ও দু’টিতে বিদ্রোহী প্রার্থীরা জয়ী হয়েছেন।  

এছাড়া মামলা জটিলতায় উল্লাপাড়া উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে  নির্বাচন স্থগিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।