ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজাপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
রাজাপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর ফয়সাল গাজী (২৫) নামে এক যুবকের মরদেহ করেছে পুলিশ।

এ ঘটনায় হত্যার অভিযোগ এনে বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপরে নিহতের ভাই আক্তার হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এর আগে বুধবার (১০ এপ্রিল) দিনগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফয়সাল বরিশালের মেহেন্দীগঞ্জের চরফেনুয়া গ্রামের মো. সিদ্দিক গাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় বালু ব্যবসায়ী সিদ্দিকুর রহমানের মালিকানাধীন একটি বালুবাহী নৌযানে শ্রমিক হিসেবে কাজ করতেন ফয়সাল। নৌযানটি মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে উপজেলার সাউথপুর ব্রিজ এলাকায় ছিলো। ওইসময় রাতের খাবার নিয়ে তিন শ্রমিকের মধ্যে মারামারির একপর্যায় নদীতে পড়ে নিখোঁজ হন ফয়সাল। রাত ১১টার দিকে নৌযানের অপর দুই শ্রমিক আল আমিন ও জাকির গাজী রাজাপুর থানায় গিয়ে ফয়সালের নিখোঁজ হওয়ার খবর জানায়। এসময় তারা সাধারণ ডায়েরি (জিডি) করতে চাইলে পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ ওই দুই শ্রমিককে নজরদারিতে রাখেন।

এদিকে, অনেক খোঁজাখুজির পর বুধবার দিনগত রাতে উপজেলার বদনীকাঠি গ্রামের জাঙ্গালিয়া নদী থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করে পুলিশ।  

নিহতের ভাই আক্তার হোসেনের অভিযোগ, তার ভাইকে মারধর করে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয়েছে।  

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, এ ঘটনায় নিহতের ভাই আক্তার হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে থানায় মামলা দায়ের করেছেন। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আল আমিন ও জাকির গাজীকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।