বৃহস্পতিবার (১১ এপ্রিল) হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির এসব কথা বলেন।
‘ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক নরমাল ডেলিভারি সেবা জোদারকরণ বিষয়ে দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা’র আয়োজন করে হবিগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ।
সংসদ সদস্য বলেন, ২০৪০ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জনগণকে সুস্থ রাখতে হবে। উন্নত দেশে কেন্দ্রীয় সরকারকে অর্থনৈতিক সাপোর্ট দেয় স্থানীয় সরকার। কিন্তু আমাদের দেশে কেন্দ্রীয় সরকার স্থানীয় সরকারকে অর্থ দেয়। তাই স্থানীয় সরকারের সঙ্গে সম্পৃক্ত সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। দেশের সুন্দর ভবিষ্যতের স্বার্থে তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করতে হবে।
জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল কবির মুরাদের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন- পরিবার পরিকল্পনা বিভাগের যুগ্ম-সচিব কুতুব উদ্দিন, অতিরিক্ত সচিব মতিউর রহমান, হবিগঞ্জের সিভিল সার্জন ডা. সুচীন্ত চৌধুরী, হবিগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. নাসিমা খানম ইভা প্রমুখ।
কর্মশালায় হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মহিলা সদস্য ও স্বাস্থ্য বিভাগের মাঠ কর্মীরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
জিপি