>>>আরও পড়ুন...পশুর নদীতে কার্গো-লঞ্চ ডুবি: ২ জনের মরদেহ উদ্ধার
শেখ লতিফ সদর উপজেলার কাশেমপুর গ্রামের বাসিন্দা।
এরআগে, সকালে মোংলা উপজেলার উত্তর মালগাছি গ্রামের মোসলেম শেখের ছেলে মো. শাহ আলম শেখ (৫০) এবং খুলনার লবনচোরা এলাকার সিরাজুল ইসলামের ছেলে জুয়েলের (৩৫) মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাগেরহাটের উপ-সহকারী পরিচালক মাসুদ সরদার বাংলানিউজকে বলেন, ডুবে যাওয়া কার্গো ও লঞ্চ ডোবার ঘটনায় চারজন নিখোঁজ ছিল। এরমধ্যে একজনকে জীবিত এবং অন্য তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া কার্গো ও লঞ্চ শনাক্ত হয়েছে। উদ্ধারে কাজ অব্যাহত রয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার অপারেশন লে. জোছেল রানা বাংলানিউজকে বলেন, কার্গো ডোবার খবর পেয়ে মঙ্গলবার রাতেই আমরা স্পিডবোট নিয়ে ঘটনাস্থল পশুর নদের সগির খাল পরিদর্শন করেছি। বৃহস্পতিবার সকালে কার্গো ও লঞ্চ উদ্ধারে মোংলা বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস যৌথভাবে অভিযান শুরু করেছে।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
এনটি