বৃহস্পতিবার (১১ এপ্রিল) সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার (০৯ এপ্রিল) থেকে সৌদি আরবে যান বিমান প্রধান।
সাক্ষাতকালে তারা পেশাগত এবং দ্বিপাক্ষীক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এছাড়াও সফরকালে তিনি রাজকীয় সৌদি বিমান বাহিনীর অপারেশন সেন্টার, কিং ফয়সাল এয়ার একাডেমি এবং আল সালাম অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করেন। এ সাক্ষাতের মাধ্যমে সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষীক সম্পর্ক জোরদারসহ বিমান বাহিনীর আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
সৌদি আরব সফর শেষে বিমানপ্রধান ১৫ এপ্রিলে (সোমবার) দেশে ফিরবেন।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
এএটি