ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

সৌদি আরবে সফরে বিমান বাহিনী প্রধান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
সৌদি আরবে সফরে বিমান বাহিনী প্রধান ক্রেস নিচ্ছেন বিমানপ্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

ঢাকা: সাতদিনের সরকারি সফরে সৌদি আরবে গিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার (০৯ এপ্রিল) থেকে সৌদি আরবে যান বিমান প্রধান।

সৌদি আরব অবস্থানকালে বাংলাদেশ বিমান প্রধান রাজকীয় সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফয়দাব বিন হায়দ আল রোয়েইলি এবং রাজকীয় সৌদি বিমান বাহিনীর কমান্ডার হাই রয়েল হাইনেস লেফটেন্যান্ট জেনারেল তুর্কী বিন বন্দার বিন আব্দুল আজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে তারা পেশাগত এবং দ্বিপাক্ষীক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।   এছাড়াও সফরকালে তিনি রাজকীয় সৌদি বিমান বাহিনীর অপারেশন সেন্টার, কিং ফয়সাল এয়ার একাডেমি এবং আল সালাম অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করেন।  এ সাক্ষাতের মাধ্যমে সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষীক সম্পর্ক জোরদারসহ বিমান বাহিনীর আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

সৌদি আরব সফর শেষে বিমানপ্রধান ১৫ এপ্রিলে (সোমবার) দেশে ফিরবেন।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।