ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

বাকেরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
বাকেরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় শ্যামলী রাণী (১৯) নামে এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার কলসকাঠির দুর্গাপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শ্যামলী ওই গ্রামের উত্তম বৈদ্যর স্ত্রী।

 

তবে গৃহবধূর মৃত্যু রহস্যজনক বলে মনে করছেন পুলিশসহ স্থানীয় সূত্রগুলো। কেননা এটিকে আত্মহত্যা বলে দাবি করলেও ঘরের জানালার গ্রিলের সঙ্গে তার গলায় ফাঁস দেয়া অবস্থায় মরদেহ পাওয়া যায়।

যে কারণে এটি পরিকল্পিত হত্যা বলেও ধারণা করছেন সংশ্লিষ্টরা। তাই মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফয়েজ।

তিনি বলেন, স্বামীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে। আমরা সকালে স্বামীর ঘর থেকে মরদেহটি উদ্ধার করি। তবে মৃত্যুর ধরণ দেখে তেমনটি মনে হচ্ছে না। তাছাড়া নিহতের বাবার পরিবারের পক্ষ থেকে হত্যার দাবি করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা বা লিখিত অভিযোগ পাননি তারা।

ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার আলামত পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া পরিবারকে মামলা করার জন্য বলা হয়েছে বলেও জানান পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফয়েজ।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।