মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের চাহিদা মোতাবেক বৃহস্পতিবার (১১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়, অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দ্য ডিফারেন্ট মিনিস্টিরিজ অ্যান্ড ডিভিশন্স এর মিনিস্ট্রি অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অংশে প্রদত্ত ক্ষমতাবলে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।
স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার মুজিবনগরে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ এপ্রিল।
বাংলাদেশের প্রথম অস্থায়ী মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ও তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী করে এ সরকার গঠন করা হয়। ১৭ এপ্রিল এ সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে শপথ গ্রহণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলা গ্রামের নামকরণ হয় মুজিবনগর।
উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, সংসদীয় বিষয়ক ও পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোশতাক আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী এইচএম কামারুজ্জামান এবং অর্থমন্ত্রী হিসেবে এম মনসুর আলী দায়িত্ব গ্রহণ করেন। আর সশস্ত্র যুদ্ধের অধিনায়ক হিসেবে কর্নেল আতাউল গণি ওসমানীকে দায়িত্ব দেওয়া হয়েছিল।
১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযদ্ধে পরিচালনা, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায় এবং এ যুদ্ধে প্রত্যক্ষ সহায়তাকারী ভারত সরকারের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক রক্ষায় এ সরকারের ভূমিকা ছিল অপরিসীম।
এ সরকার গঠনের সঙ্গে সঙ্গে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধ প্রবল যুদ্ধে রূপ নেয় এবং স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বিজয় অর্জন ত্বরান্বিত হয়।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
এমআইএইচ/আরবি/