ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

মদনে সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
মদনে সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে যুবক নিহত

নেত্রকোণা: নেত্রকোণার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে আধিপত্য নিয়ে সৃষ্ট সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে বিবেক মিয়া (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ওই ইউনিয়নের আলমশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিবেক একই গ্রামের জিলধর মিয়ার ছেলে।

নায়েকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আতিকুর রহমান রুমান বাংলানিউজকে জানান, আলমশ্রী গ্রামের কামরুল ও সাবেক মেম্বার বিপুল গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ছিলো। এরআগেও তাদের মধ্যে আধিপত্য নিয়ে খুন ও থানায় একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমিজুল হকের সঙ্গে যোগযোগ করার চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।