বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ওই ইউনিয়নের আলমশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিবেক একই গ্রামের জিলধর মিয়ার ছেলে।
নায়েকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আতিকুর রহমান রুমান বাংলানিউজকে জানান, আলমশ্রী গ্রামের কামরুল ও সাবেক মেম্বার বিপুল গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ছিলো। এরআগেও তাদের মধ্যে আধিপত্য নিয়ে খুন ও থানায় একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমিজুল হকের সঙ্গে যোগযোগ করার চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
এনটি