‘শৈল্পিক নির্মাণ, রাজমিস্ত্রির অবদান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে সদরপুর উপজেলা দরবার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বসুন্ধরা সিমেন্টের সাউথ উইং এর এজিএম মো. জিয়ারুল ইসলাম।
স্থানীয় ব্যবসায়ী ও রাসের এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ফারুক হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা সিমেন্টের ফরিদপুর ডিভিশনের ডিএসআই মো. বিপ্লব হোসাইন, ফরিদপুর এরিয়া অফিসের এএসএম মো. হাফিজুল ইসলাম, বসুন্ধরা সিমেন্টের টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার আবুল হাসান।
অনুষ্ঠানে ফরিদপুরের সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন উপজেলার শতাধিক রাজমিস্ত্রি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগতদের নিয়ে র্যাফেল ড্র এবং নৈশভোজের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
এনটি