ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

বর্তমান সরকার সাংবাদিকবান্ধব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
বর্তমান সরকার সাংবাদিকবান্ধব

গাইবান্ধা: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও সাঘাটা-ফুলছড়ি আসনের এমপি অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া বলেছেন, বর্তমান সরকার সাংবাদিকবান্ধব।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালি ইউনিয়নের গটিয়া গ্রামে তার নিজস্ব বাসভবনে গাইবান্ধা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার সাংবাদিকবান্ধব সরকার।

সাংবাদিকদের লেখুনির মাধ্যমে সমাজের অসংগতিগুলো উঠে আসছে। তবে অপসাংবাদিকতা রোধে মূলধারার সাংবাদিকদের সতর্ক থাকতে হবে।

এসময় গাইবান্ধাসহ সারাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, যুগ্ম সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম বাবু ও সময় টিভির রিপন আকন্দ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।