বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাজধানীর উত্তরায় মুসলিম সুইটসের কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাসি ও পচা মিষ্টির সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কারখানাটিতে সংরক্ষণ করে রাখা ২৪ মণ পচা মিষ্টি জব্দ করা হয়।
সারওয়ার আলম বলেন, এক শ্রেণীর মুনাফালোভী মিষ্টি ব্যবসায়ী পহেলা বৈশাখকে টার্গেট করেছে। তারা ওইদিন বিক্রয়ের জন্য বিপুল পরিমাণ বাসি-পচা মিষ্টি সংরক্ষণ করে রেখেছিলো।
উত্তরায় মুসলিম সুইটস কারখানায় অভিযান চালিয়ে ২৪ মণ মেয়াদোত্তীর্ণ বাসি-পচা মিষ্টি জব্দ করা হয়েছে। এসব সংরক্ষণের দায়ে কারখানাটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
পিএম/আরবি/