ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

প্রয়োজনে বিল্ডিং ভাঙতে হবে: মেয়র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
প্রয়োজনে বিল্ডিং ভাঙতে হবে: মেয়র ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম আতিক-ছবি: বাংলানিউজ

ঢাকা: এখানের জনগণ দূর্ভোগে আছে, সমস্যায় আছে। ২ থেকে ৩ জনের জন্য মিরপুরের সমস্ত মানুষরা কষ্ট পাচ্ছে। মদিনা নগরে খাল পাড়ে গিয়ে দেখলাম খাল পাড় হয়ে গেছে ন্যারো। এখানে দুই থেকে তিন ফিট খাল। খালের উপরে তোলা হয়েছে বিল্ডিং। সবাই মিলে কথা বলে, প্রয়োজনে বিল্ডিং ভাঙতে হবে বলেছেন, মেয়র আতিকুল ইসলাম আতিক।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) কালশী এলাকার খাল পরিষ্কার অভিযান পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসির আন্ডারে খালের পাড়ে দু'পাশের অবৈধ স্থাপনা ভাঙতে বলেছি।

তারপরও অথরিটি বলে একটি কথা আছে। খালটি ওয়াসার আন্ডারে। খালের পাড় হলো ডিসির আন্ডারে। আমি নির্দেশনা দিচ্ছি ডিসিকে, ডিসি শুড কাম হেয়ার। ডিসি এসে দেখেন খালের ধারে যেভাবে অবৈধ স্থাপনা হয়েছে ভেঙে ফেলা উচিত। আমরা দেখছি নদীর দু'পাড়ের অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে। আমি বলব ডিসি এখানে আসেন পর্যবেক্ষণ করেন।

তিনি আরো বলেন, এখানে ইমিডিয়েটলি কাজ করতে হবে। এই খাল আমরা পরিষ্কার করব। যতটুকু আমাদের মেশিন নিয়ে যাওয়া যায়, ততটুকু আমরা পরিষ্কার করব। এতে করে জনগণ কিছুটা হলেও উপকৃত হবে। কালশীর খালটিকে দক্ষিণ দিকে বাউনিয়া ড্রেনের সাথে সংযুক্ত করতে বলেছি। ডিএনসিসির পক্ষ থেকে করে দিতে বলেছি। দু’মাসের মধ্যে করতে বলেছি। কথায় বললে হবে না, বাস্তবে করা ভেরী ডিফিকাল্ট।

কালশী এলাকার বাড়ির মালিকদের উদ্দেশ্য করে মেয়র বলেন, আপনারা কিভাবে খালটিকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করেছেন। কিভাবে আপনার খালপাড়ে বাড়ি করেন। আপনারা আমাদের দোষ দিচ্ছেন। অবশ্যই জনগণকে সচেতন হতে হবে। জনগণকে এগিয়ে আসতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, ওয়াসার টেকনিক্যাল ডিরেক্টর শহিদুল আলম, ডিএনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হাসনাত, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সালেহীন, প্রধান বর্জ্য কর্মকর্তা  কমডোর আব্দুর রাজ্জাক, অঞ্চল ২ এর পরিচ্ছন্ন কর্মকর্তা কাজী ইব্রাহিম ও ৫ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রউফ নান্নু প্রমুখ।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৯
এমএমআই/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।