শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে নৌযান চলাচল বন্ধ রাখা হয়। এর আগে বিকেল ৫টা থেকে বন্ধ রাখা হয় লঞ্চ ও স্পিডবোট।
বিআইডবিউটিসি’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের টার্মিনাল ইন্সপেক্টর আক্তার হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ঝড়ো আবহাওয়ার কারণে বিকেল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়। পরে সন্ধ্যায় ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি শুরু হলে দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয় সব ধরনের নৌযান চলাচল। এছাড়াও ঝড়ের কবলে পড়ে মাঝ পদ্মায় বিভিন্ন স্থানে নোঙর করে আছে চলাচলরত ফেরিগুলো।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯/ আপটেডেট: ১৮৩০
এসআরএস