শনিবার (১৩ এপ্রিল) দুপুরে শিবচরে কৃষি সহায়তা, বিভিন্ন স্কুলে প্রজেক্টর, সাউন্ড সিস্টেম বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নূর ই আলম চৌধুরী বলেন, দেশের যেকোনো দুর্যোগ আমরা সম্মিলিতভাবে মোকাবিলা করবো।
এসময় তিনি উপজেলার বাঁশকান্দি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১২৫ পরিবারের মধ্যে নগদ অর্থ ও চাল বিতরণ করেন।
উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, নব নির্বাচিত চেয়ারম্যান সামসুদ্দিন খান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
এনটি