ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

সিংগাইরে মাদকবিক্রেতার কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
সিংগাইরে মাদকবিক্রেতার কারাদণ্ড

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মো. ইকবাল হোসেন (৪০) নামে মাদকবিক্রেতাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

শনিবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদুর রহমানের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

ইকবাল উপজেলার বিনোদপুর গ্রামের মৃত গফুর হোসেনের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইনচার্জ সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রির সঙ্গে জড়িত ইকবাল। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালিয়ে বিনোদপুর এলাকা থেকে ৫ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।

পরে বিকেলে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তিনি দোষ স্বীকার করায় বিচারক তাকে এক বছরের কারাদণ্ড দেন। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
কেএসএইচ/আরবি/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।