ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

দেশবাসীকে কাদেরের বাংলা নববর্ষের শুভেচ্ছা 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
দেশবাসীকে কাদেরের বাংলা নববর্ষের শুভেচ্ছা 

ঢাকা: বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

শনিবার (১৩ এপ্রিল) বিকেলে সিঙ্গাপুরে চিকিৎসাধীন সেতুমন্ত্রী এ শুভেচ্ছা বার্তা পাঠান।
 
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কাদের লিখেছেন, ‘লিখতে না পারার বেদনা নীরবে অশ্রু ঝরায়/ ঘুমহীন চোখে রাত কাটে দিগন্তে স্বপ্নের/ডানা মেলে।

তবুও .../ নতুন বছরে বাংলাদেশের নতুন কোন দুর্ভাবনা নেই/  সতের কোটি মানুষ নিশ্চিন্তে ঘুমোতে পারে/ শুধুমাত্র একজন শেখ হাসিনা নিরন্তর জেগে থাকেন বলে। শুভ নববর্ষ। ’

সম্প্রতি অসুস্থ হয়ে পড়েন ওবায়দুল কাদের। বর্তমানে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।  
 
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
আরএম/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।