ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

বাসাইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
বাসাইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে বজ্রপাতে মো. ছানু মিয়া (৬১) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বাসাইল সদর উপজেলার নাইকানীবাড়ি গ্রামের মিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছানু মিয়া ওই গ্রামের মৃত কালু মিয়ার ছেলে।

জানা যায়, প্রতিদিনের মতো দুপুরে ছানু মিয়া বংশাই নদীর পাড়ে ঘাস কাটতে যান। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।