শনিবার (১৩ এপ্রিল) বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রতন সিরাজগঞ্জের সালাঙ্গা থানা এলাকার মুনছেদ মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, বিকেলে ওই এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আখের রস বিক্রির ভ্যান থেকে রস কিনছিলেন রতন। এসময় চন্দ্রাগামী সূচনা পরিবহনের দুইটি বাস পাল্লা দিয়ে এসে একটি বাস রতনকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঘাতক বাসটিকে আটক করলেও চালক পলাতক রয়েছেন। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন।
বাংলাদেশে সময়: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
এসআরএস