শনিবার (১৩ এপ্রিল) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বার্ষিক অ্যালামনাই অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মিডিয়া কমিউনিকেশন (আইআইএমসি) বাংলাদেশ চ্যাপ্টার অনুষ্ঠানটির আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ১২ হাজার সৈনিক জীবন দিয়েছেন। ১ কোটি শরণার্থীকে ভারত আশ্রয় দিয়েছে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক রক্ত দিয়ে লেখা। এ বন্ধুত্বের সম্পর্ক দিনে দিনে আরো উন্নত হবে।
খালেদ মাহমুদ বলেন, ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের ছিটমহল সমস্যার সমাধান হয়েছে। ব্যবসা বাণিজ্য বাড়ছে। নৌপথে ভারতের সঙ্গে বাণিজ্য হচ্ছে। ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছেন। ভারত যদি আরো একটু সহযোগিতা করে, তাহলে আমরা ভুটানের সঙ্গেও বাণিজ্য করতে পারবো। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক এমন হবে, যা সারাবিশ্বের কাছে উদাহরণ হয়ে থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী। তিনি তার শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ-ভারত দু’দেশ মিলে যেকোনো সমস্যার সমাধান করতে পারে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সংসদ সদস্য অসীম কুমার উকিল, আইআইএমসির কেন্দ্রীয় সভাপতি প্রসাদ স্যানাল প্রমুখ।
বাংলাদেশের সময়: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
আরকেআর/আরবি/