ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

সিসিটিভি স্থাপনে মেয়রের সহযোগিতা চাইলেন পুলিশ কমিশনার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
সিসিটিভি স্থাপনে মেয়রের সহযোগিতা চাইলেন পুলিশ কমিশনার রাসিক মেয়র লিটনের সঙ্গে কথা বলছেন আরএমপির কমিশনার হুমায়ুন কবির। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার হুমায়ুন কবির।

শনিবার (১৩ এপ্রিল) দুপুরে নগরভবনে নিজ কক্ষে মেয়রের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাতকালে পুলিশ কমিশনার হুমায়ুন কবির বলেন, পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স।

মাদক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় কাজ করতে চাই। রাজশাহী মহানগরীর নিচ্ছিদ্র নিরাপত্তায় মহানগরীতে সিসি ক্যামেরা লাগানো হবে। কত সিসি ক্যামেরা লাগানো প্রয়োজন, সেটি নিয়ে আমরা সার্ভে করা হবে। এজন্য মেয়রের সহযোগিতা চান রাজশাহী পুলিশ কমিশনার।

এ সময় পুলিশ কমিশনার রাসিকের পক্ষ থেকে যেকোনো সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, আমরা চাই মাদকমুক্ত রাজশাহী। এজন্য আমার পক্ষ থেকে পুলিশকে সার্বিক সহযোগিতা করবো। এ সময় মেয়র ফুটপাত দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদে পুলিশের সহযোগিতা কামনা করেন।

এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম, প্রধান প্রকৌশলী আশরাফুল হক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।