ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

চৈত্রসংক্রান্তি ও নববর্ষের বর্ণাঢ্য অনুষ্ঠানমালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
চৈত্রসংক্রান্তি ও নববর্ষের বর্ণাঢ্য অনুষ্ঠানমালা

ঢাকা: প্রদীপ প্রজ্জ্বলন ও বাদ্যযন্ত্র বাজিয়ে শুরু হয়েছে চৈত্রসংক্রান্তির অনুষ্ঠান। শনিবার (১৩ এপ্রিল) চৈত্রসংক্রান্তি ও নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। 

অনুষ্ঠানে শিল্পকলার সঙ্গে সহযোগিতা করছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।  

এদিন একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৬টায় একাডেমির মুক্তমঞ্চে প্রদীপ প্রজ্জ্বলন ও বাদ্যযন্ত্র বাজিয়ে শুরু হয় কর্মসূচির শুরু হয়।

পরে বংশীবাদন, সমবেত সংগীত, একক সংগীত, আবৃত্তি, নৃত্যালেখ্য, সরোদবাদন, বাউল ও পালাগান পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে প্রাণ এনে দেয় ওস্তাদ শাহাদাৎ হোসেন খানের সরোদের সুর। এরপর অ্যাক্রোয়েটিক প্রদর্শনী করেন শিল্পকলা একাডেমির শিল্পীরা।  

শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চৈত্র সংক্রান্তির আয়োজন পণ্ড হয়ে যায় বৈশাখী ঝড়ে।   ছবি: বাংলানিউজধামাইল দলীয় নৃত্য পরিবেশন করেন শিল্পকলা একাডেমির শিল্পী গোষ্ঠী। তারপর  সমবেত সংগীত পরিবেশন করেন সাংস্কৃতিক সংগঠন বহ্নিশিখা।

এরপর বাউল, পালাগান পরিবেশন করা হয়। একক সংগীত পরিবেশন করেন সেলিনা আক্তার চুমকি, জমসের আলী বয়াতি, ইতি আক্তার, আলম দেওয়ান, মামুন, মিনু বাউল। আবৃত্তি করেন ভাস্বর বন্দোপাধ্যায়, হাসান আরিফ ও ঝর্ণা সরকার।

অনুষ্ঠানে ঢাকা নাট্যদল প্রধানদের শুভেচ্ছা জানানো হয়। সমবেত নৃত্য প্রদর্শন করেন সামিনা হোসেন প্রেমার দল। আরও ছিল নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্রের পরিবেশনা।  
ছিল ‘এসো হে বৈশাখ…’ গানের মধ্যদিয়ে নববর্ষ বরণ। সবশেষে ছিলো র‌্যাফেল ড্র, যা এবারই প্রথম।  

এদিকে নববর্ষ উপলক্ষে রোববার সকাল ৮টায় সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে লাটি খেলা, অ্যাক্রোয়েটিক প্রদর্শনী, সংগীত ও নৃত্য পরিবেশন। এরপর বিকাল ৩টায় শিল্পকলার জাতীয় নাট্যশালার মিলনায়তনে হা ডু ডু খেলা, লাঠি খেলা, লোকসংগীত ও নৃত্য পরিবেশিত হবে।

এদিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাঠে চৈত্রের শেষ বিকেলের ঝড়ে চৈত্র সংক্রান্তির সব আয়োজন পণ্ড হয়ে গেছে। পরে ওই অনুষ্ঠান স্থগিত করে দেয়া হয়।  

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
জিসিজি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।