শনিবার (১৩ এপ্রিল) বিকেলে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাকির হোসাইনের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীতে এই পাশবিক নির্যাতনের বর্ণনা দিয়েছে ১০ বছর বয়সী নির্যাতিত এক শিশু।
শিশুরা হলো - দক্ষিণ মটুয়া ওয়ার্ডের জহির উদ্দিনের ছেলে বাকপ্রতিবন্ধি ফয়সাল আহমদ (১১) এবং আব্দুল মান্নানের ছেলে আব্দুর রহমান (১০)।
স্থানীয়দের মতে, টাকা জমানোর প্লাস্টিকের ব্যাংক চুরির অভিযোগে শিশু দু’টিকে সারারাত আটকে রেখে নির্যাতন করে ওই এলাকার বাসিন্দা দুই ভাই মো. বাবলু (৩৫) ও জাহিদুল ইসলাম (২৫)।
এ সময় আদালতে ওই নির্যাতনের শিকার বাকপ্রতিবন্ধী ফয়সাল উপস্থিত থাকলেও তার জবানবন্দী রেকর্ড করা যায়নি। কেননা সে কথা বলতে পারেনা। তবে বাক প্রতিবন্ধীদের তার ভাষা বোঝার মতো একজন লোকের উপস্থিতিতে আগামী সোমবার হাজির করতে মামলার তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত।
গত শুক্রবার দুপুরে ছাগলনাইয়া থানা পুলিশ এই দুই শিশুকে উপজেলার দক্ষিণ মটুয়া কলোনি এলাকার একটি বাড়ির তালাবদ্ধ ঘর থেকে আহত অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনায় প্রতিবন্ধী ফয়সালের বাবা জহির উদ্দিন বাদী হয়ে দুইজনকে আসামী করে ছাগলনাইয়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ এজাহারভুক্ত মো. বাবলু ও জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে।
শনিবার দুই আসামীকে ফেনীর বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
১৬৪ ধারায় জবানবন্দীতে আব্দুর রহমান জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এই আব্দুর রহমান ফয়সালকে মিথ্যে বলে বাবলু ও জাহিদুল ইসলাম ডেকে নিয়ে যায়। রাত ২টা পর্যন্ত তারা দুই শিশুকে কাপড় খুলে হাত-পা বেঁধে পেটাতে থাকে, কুড়ালের বাট দিয়ে মাথায় পেটায়, আঙুলে সুঁই ঢুকিয়ে দেয়াসহ নানা কায়দায় নির্যাতন করে।
এদিকে শিশুদের না পেয়ে তাদের অভিভাবকরা অনেক খোঁজাখুঁজির পর জানতে পারেন প্রতিবেশী বাবলু ও জাহিদুল দুই শিশুকে ডেকে নিয়ে একটি ঘরে আটকে রেখেছে। রাত ২টার দিকে শিশুদের উদ্ধার করতে বাবুলের বাড়িতে গেলে তাদের মা বাবাকেও মারধর করে এবং অশ্লীল ভাষায় গালাগাল দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
শুক্রবার সকালে দুই শিশুর অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য লোকজনের উপস্থিতিতে শিশুদের উদ্ধার করতে গেলেও তাদের কথায় কর্নপাত করেনি বাবলু ও জাহিদুল। খবর পেয়ে দুপুরে ছাগলনাইয়া থানা পুলিশ ওই বাড়িতে গিয়ে শিশু দুটিকে উদ্ধার ও দুই সহোদরদের আটক করে থানায় নিয়ে যায়।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মুর্শেদ বাংলানিউজকে জানান, দুই শিশুর একজন শনিবার আদালতে ১৬৪ ধারায় তাদের ওপর নির্মম ও অমানুষিক নির্যাতনের তথ্য দিয়ে জবানবন্দী দিয়েছে। এছাড়া বাক প্রতিবন্ধী অপর শিশুর ভাষা বোঝে এমন একজনকে সোমবার আদালতে হাজির করতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
এসএইচডি/এমএএম/এসআইএস