ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

বাংলা নববর্ষে যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
বাংলা নববর্ষে যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা  বাংলা নববর্ষে যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা 

ঢাকা : বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে সারা বিশ্বের বাঙালিরা সহ বাংলাদেশেকে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। 

শনিবার (১৩ এপ্রিল) মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানানো হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মরগ্যান ওর্তাগুজ এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র সরকার এবং আমেরিকান জনগণের পক্ষ থেকে বাংলাদেশ, ভারতসহ সারা বিশ্বের বাঙালিদেরকে আমরা নতুন বছরের জন্য শুভকামনা জানাই।

 

বিবৃতিতে তিনি আরও বলা হয়, বাংলা ভাষাভাষী জনগণের জন্য এটা একটি সমৃদ্ধ ঐতিহ্য। এছাড়া ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বের দীর্ঘ ইতিহাস ও সহযোগিতার প্রতিফলনের এখনই সময়।  

বাংলাদেশ সময়: ০২৫৫ঘণ্টা, ১৪ এপ্রিল, ২০১৯
টিআর/এমএএম/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।