ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

অবরোধের পর নবীনগর-চন্দ্রার যান চলাচল স্বাভাবিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
অবরোধের পর নবীনগর-চন্দ্রার যান চলাচল স্বাভাবিক নবীনগর-চন্দ্রার যান চলাচল স্বাভাবিক

আশুলিয়া (ঢাকা):  নবীনগর-চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী এলাকায় বাস চাপায় রতন মিয়া (৩৬) নামের এক ব্যক্তি নিহতের ঘটনায় অবরোধ করে রাখা মহাসড়কটির যান চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) রাত ১০টা থেকে ৪ ঘণ্টা অবরোধ থাকার পর ২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বিকেলে আখের রস কেনার সময় রতন মিয়াকে সূচনা পরিবহনের দূরপাল্লার একটি বাস  চাপা দেয়।

এসময় স্থানীয়রা রতন মিয়াকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন।  

এ ঘটনায় নিহত রতনের দুই সন্তানের লেখাপড়ার খরচ ও ভরণপোষনের দাবিতে শনিবার রাত ১০ টা থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের গাজীপুরের চক্রবর্তী এলাকা অবরোধ করে রাখে স্থানীয়রা।

এ বিষয়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বাংলানিউজকে বলেন, আন্দোলনকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যানচলাচল  স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশে সময়: ০৩২২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
এমএএম/এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।