শনিবার (১৩ এপ্রিল) রাত ১০টা থেকে ৪ ঘণ্টা অবরোধ থাকার পর ২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বিকেলে আখের রস কেনার সময় রতন মিয়াকে সূচনা পরিবহনের দূরপাল্লার একটি বাস চাপা দেয়।
এ ঘটনায় নিহত রতনের দুই সন্তানের লেখাপড়ার খরচ ও ভরণপোষনের দাবিতে শনিবার রাত ১০ টা থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের গাজীপুরের চক্রবর্তী এলাকা অবরোধ করে রাখে স্থানীয়রা।
এ বিষয়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বাংলানিউজকে বলেন, আন্দোলনকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশে সময়: ০৩২২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
এমএএম/এসআইএস