রোববার (১৪ এপ্রিল) সকাল পৌনে ৭টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।
এতে সামাজিক-সাংস্কৃতিক-স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাঙালিয়ানা সাজ ও হারিয়ে যাওয়া গ্রামীণ লোকজ ঐতিহ্য নিয়ে অংশ নেয়। পরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দুই দিনের বৈশাখী মেলার উদ্বোধন করা হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি প্রমুখ।
অনুষ্ঠানে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ডিসি এসএম মোস্তফা কামাল বলেন, ঐক্যবদ্ধভাবে সব অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর কোনো নুসরাত, আর কোনো মানুষের প্রাণ অকালে ঝরে যাক তা চাই না। ধর্ষণ, যৌন নিপীড়ন, মাদক, জঙ্গিবাদের বিরুদ্ধে এক সঙ্গে যুদ্ধে নামি।
এদিকে, দিনব্যাপী বর্ষবরণে পৌরসভার দিঘীতে হাঁস ধরা, সাঁতার প্রতিযোগিতা, শহিদ আব্দুর রাজ্জাক পার্কের বৈশাখী মেলা প্রাঙ্গণে হা-ডু-ডু খেলা, লাঠি খেলা, মোরগ লড়াই, সঙ্গীত প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
এসআরএস