বর্ষবরণকে ঘিরে রোববার (১৪ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু উদ্যান ও সার্কিট হাউস প্রাঙ্গণে জেলা প্রশাসন, অশ্বিনী কুমার হল প্রাঙ্গণ থেকে চারুকলা ও সদর রোডে খেলাঘরের আয়োজনে বাঙালির ইতিহাস ঐতিহ্যের নানা আয়োজন করা হয়।
সকাল ৭টায় জেলা প্রশাসনের আয়োজেনে বঙ্গবন্ধু উদ্যান থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
চারুকলার আয়োজনে সকাল ৭ টা ৪৫ মিনিটে শহরের অশ্বিনী কুমার হলে সংগীতের মধ্য দিয়ে নতুন বর্ষকে বরণ করে নেওয়া হয়। এরপর মুক্তিযোদ্ধা ও গুণিজনদের সম্মাননা হিসেবে উত্তরীয় পরিয়ে দেওয়া হয় ও দেশের পতাকা দেওয়া হয়।
সকাল ৮টায় রাখি পরিয়ে মঙ্গল শোভাযাত্রার সূচনা করা হয়। অশ্বিনী কুমার হল চত্বরে থেকে নানা বর্ণ পেশার মানুষের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একইস্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অগ্রভাগে মুক্তিযোদ্ধারা জাতীয় পতাকা বহন করে। এর পরপরই ছিলো ঘোড়সওয়ার বাহিনী। শোভাযাত্রার মূল ব্যানারে ছিলো চারুকলার শিল্পী ও মঙ্গল শোভাযাত্রার কর্মীরা। এরপর একে একে পালকি, পাখি, কুমির, হাতিসহ নানান প্রাণীর প্রতিকৃতি শোভাযাত্রায় বহন করা হয়। শোভাযাত্রায় প্রতিটি শিশুর হাতে মুকুট, মুখোশ, রাখি, ফুল তুলে দেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন- বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস, বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, বরিশাল মহানগর পুলিশের কমিশনার শাহাবুদ্দিন খান, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল প্রমুখ।
শোভাযাত্রা শেষে অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও লোকজ মেলা শুরু হয়।
অপরদিকে খেলাঘর বরিশালের উদ্যোগে শহরের সদর রোডে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখান নৃত্য, গান ও রাখি বন্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে, সকাল থেকে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ও বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে বর্ষবরণের নানা আয়োজন।
পাশাপাশি নতুন বছরকে স্বাগত জানাতে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব, খেয়ালী গ্রুপ থিয়েটার, শব্দাবলী গ্রুপ থিয়েটার, বরিশাল নাটকের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
এমএস/আরবি/