ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় মঙ্গল শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় মঙ্গল শোভাযাত্রা

বগুড়া: মঙ্গল শোভাযাত্রা বাংলা বর্ষবরণের নানা আয়োজনের মধ্যে একটি অন্যতম আয়োজন। পহেলা বৈশাখের এ দিনটিতে প্রত্যেক বছর জেলা প্রশাসনের উদ্যোগে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। এবারো তার ব্যতিক্রম ঘটেনি।  

রোববার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে বগুড়া জিলা স্কুল মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রাণকেন্দ্র সাতমাথা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


 
শোভাযাত্রায় নানা ধরনের প্রতীকী শিল্পকর্ম বহন করা হয়। বাঙালি সাংস্কৃতির পরিচয়বহনকারী বিভিন্ন ধরনের প্রতীকী উপকরণ, রং-বেরংয়ের মুখোশ ও নানা ধরনের প্রাণীর প্রতিকৃতি স্থান পায় শোভাযাত্রায়।
 
এতে অংশ নেওয়া শিশু, তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণীপেশার নানা বয়সী মানুষের হাতে শোভা পাচ্ছিলো বাঙালি জাতির পরিচয় বহনকারী প্রতিকৃতি।
 
শোভায়াত্রায় জেলা প্রশাসক (ডিসি) ফয়েজ আহাম্মদ, জেলার পুলিশ সুপার (এসপি) আলী আশরাফ ভূঞা, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, আবু সাঈদ সিদ্দিকী প্রমুখ অংশ নেন।
 
এছাড়া শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেন।
 
বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
এমবিএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।